Celebration of 21st February
১৯/০২/২০২৪
প্রিয় অভিভাবক,
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের রক্তে রাঙা একটি ঐতিহাসিক দিন। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্যে যাঁরা শহিদ হয়েছেন তাদের রক্তে রাঙা এ দিন। সেই সব বীর ভাষাশহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা সব শহিদদেরকে সারাজীবন কৃতজ্ঞতাভরে স্মরণ করা ও আমাদের শিশুদের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেইজক্যাম্প গ্রামার স্কুল আগামি বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একটি ‘শিশু উৎসব’ এর আয়োজন করেছে। ‘শিশু উৎসব’ এ যা থাকছে –
সকাল ১০ টা থেকে ১১ টা – প্রভাত সমাবেশ ও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।
সকাল ১১ টা থেকে ১১:৩০ টা – সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১ টা – মেলা পরিদর্শন
বর্ণ মেলা প্রদর্শন – সকাল ১০ টা থেকে দুপুর ১ টা।
বই মেলা - সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য –
• তারিখ – বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
• সময় – সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
• পোশাক – সাদা কালো।
• সকল শিশু সাথে করে ফুল নিয়ে আসবে।
• অভিভাবক সহ সকল শিশুর উপস্থিতি আন্তরিক ভাবে কাম্য।
• শিশু উৎসব টি সবার জন্য উন্মুক্ত।
ধন্যবাদ,
ভাইস প্রিন্সিপাল
বেইজক্যাম্প গ্রামার স্কুল